• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষ্যে একদিন বন্ধের পর দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। 

তিনি জানান, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষ্যে সেদেশে সরকারি ছুটি থাকায় সোমবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। একদিন বন্ধের পর আজ মঙ্গলবার সকাল থেকে আবারও পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফ বলেন, সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –