• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষ্যে একদিন বন্ধের পর দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। 

তিনি জানান, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষ্যে সেদেশে সরকারি ছুটি থাকায় সোমবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। একদিন বন্ধের পর আজ মঙ্গলবার সকাল থেকে আবারও পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফ বলেন, সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –