• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দিনাজপুর সদর উপজেলায় ফাঁকা মাঠে কৃষককে কুপিয়ে হত্যা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: ২০২৩ তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়তে ভিড়, যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

 
ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষ্যে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশনসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সোমবার (২ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। 

তিনি বলেন, গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষ্যে আজ সোমবার ভারতের ব্যবসায়ীরা এই বন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি করবেন না। তবে বন্দর অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে। 

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোনো দিবস উপলক্ষ্যে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার বন্ধ থাকে না। আজকেও স্বাভাবিক আছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –