• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

সাজা মাথায় নিয়ে লুকিয়ে ‘পেয়ারা চাষ’ করতেন তিনি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

 
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩ মামলার ওয়ারেন্টভুক্ত ও ৩ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ইউসুফ আলী রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের মৃত আ. সামাদ মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরীর নির্দেশে পুলিশের একটি টিম উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেফতার করে। তিনি ওই এলাকায় দীর্ঘদিন ধরে পেয়ারা চাষ করে আসছিলেন। ইউসুফ আলীর নামে রাজশাহীর দুর্গাপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামির ৩ মামলায় রায় হয়েছে এবং অপর ৩ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ইউসুফ আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –