– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী কারাগারে 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

নাশতার পরিকল্পনা ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদসহ বিএনপি-জামায়াতের ২২ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, আজ সকালে জেলার সদর উপজেলার কালিতলা এলাকা থেকে জামায়াতের ২০ জন ও সেনুয়া এলাকা থেকে বিএনপির দুইজনকে অভিযান চালিয়ে আটক করা হয়। এ ঘটনায় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জনকে আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –