• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল কিশোরের, আহত ২

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩  

দিনাজপুরের বিরল উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শফিকুল ইসলাম নামে কিশোরের মৃত্যু হয়েছে। এ এসময় আরো দুইজন আহত হয়েছেন।

সোমবার বিকেলে বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর মেম্বার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম একই গ্রামের আইনুল হকের ছেলে। আহতরা হলেন- ঐ এলাকার কুশোল চন্দ্র রায়ের ছেলে লিটন চন্দ্র রায় এবং প্রলয় চন্দ্র রায়ের ছেলে বিষ্ণু চন্দ্র রায়।

জানা যায়, বিকেলে দক্ষিণ জগতপুর মেম্বার পাড়া গ্রামের লিটন চন্দ্র রায়ের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের মাটি কাটার কাজ চলছিল। এ সময় হঠাৎ সেপটিক ট্যাংকে অসাবধানতাবশত পড়ে যায় প্রতিবেশী কিশোর শফিকুল। বাড়ির মালিক লিটন চন্দ্র রায় এবং প্রতিবেশী বিষ্ণু চন্দ্র রায় শফিকুলকে উদ্ধারে এগিয়ে এলে তারাও সেপটিক ট্যাংকে নেমে জ্ঞান হারান। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শফিকুল ইসলামকে ঘোষণা করেন। এছাড়া লিটন চন্দ্র রায় এবং বিষ্ণুচন্দ্র রায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –