• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

নীলফামারীতে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৭ জন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৭ জন শনাক্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবু-আল হাজ্জাজ।

তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন ১৬ জন। এখন পর্যন্ত সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৭৪ জন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ২৫৮ জন। তবে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরণ করেনি। 

সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিদিন প্রচার প্রচারণা পরিচালনা করা হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –