• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মোবাইল হ্যাক করে ভাতার অর্থ উত্তোলন, যুবকের কারাদণ্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুন ২০২৩  

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল হ্যাক করে অন্যের ভাতার টাকা উত্তোলনের দায়ে সানোয়ার ইসলাম (২৬) নামের এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সানোয়ার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সানোয়ার ইসলাম তার মোবাইল ফোন থেকে টাকা উত্তোলনের জন্য শহরের একটি দোকানে যান। সেখানে স্থানীয় নগদ এজেন্ট আবু হাসানের কাছ থেকে টাকা উত্তোলনের সময় তার সন্দেহ হয়। এসময় স্থানীয়রা তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে তিনি হ্যাকের মাধ্যমে অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করেন।

পরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সানোয়ারকে ৪৫ দিনের কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেন জানান, অন্যের ভাতার টাকা উত্তোলনের দায়ে সানোয়ার ইসলাম নামে এক যুবককে ৪৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –