• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

রংপুর-এলেঙ্গা মহাসড়কের ফোর লেনের কাজ ৮০ ভাগ সম্পন্ন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুন ২০২৩  

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, রংপুর-এলেঙ্গা মহাসড়কের ফোর লেনের কাজ ৮০ ভাগ ইতিমধ্যে শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণের জটিলতায় কাজের গতি কিছুটা বিলম্বিত হয়েছে। আশা করা যায়, চলতি বছরের শেষের দিকে সম্পন্ন হবে মহাসড়কের কাজ।

শুক্রবার (২ জুন)  দুপুরে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর ঢাকা মহাসড়কের নির্মাণাধীন ফোর লেন কাজের পরিদর্শনে এসে  রংপুরের পীরগঞ্জ ফতেপুরে আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –