• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নারীদের দেশকে এগিয়ে নিতে হবে: রেলমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

 
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, নারীরা সব জায়গায় এগিয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেত্রী নারী। আগামীতে নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। রোববার পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। বাংলাদেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে দিয়ে যাচ্ছেন তিনি। দেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। নইলে স্বাধীনতাবিরোধী শক্তি জাতির পিতার স্বপ্ন পূরণ করতে দেবে না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু নারী-পুরুষ সমান অধিকার বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দেশের সব গুরুত্বপূর্ণ খাতে নারীদের অংশগ্রহণ রয়েছে। পুরুষের পাশাপাশি নারীরাও দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। আগামীতে নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক জলি মুনিরা আক্তার প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –