• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুর গার্লস ক্লাব আয়োজিত উদ্যোক্তা মেলা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

 
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। তথ্য প্রযুক্তির কল্যাণে অফলাইনের পাশাপাশি অনলাইনে কর্মসংস্থান সৃষ্টি হওযায়, হ্রাস পাচ্ছে বেকারত্ব। 

শনিবার সন্ধ্যায় দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে ‘দিনাজপুর গার্লস ক্লাব’ আয়োজিত উদ্যোক্তা মেলা ও পন্য প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এসব কথা বলেন। মেলায় স্থান পায় উদ্যোক্তাদের কারুকার্য খচিত পোশাক, সুস্বাদু খাবার, প্রশাধনীসহ নানা পণ্যের সমাহার।

দিনাজপুর গার্লস ক্লাবের এডমিন আফরিন মৌ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসচিব মোরার্জী দেশাই বর্মন, আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, যুব উন্নযন অধিদপ্তরের দিনাজপুরের উপ পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম, সদর উপজেলা চেযারম্যান ইমদাদ সরকার, শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, শহর আওযামী লীগের সভাপতি এ্যাড শামীম বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী, সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর গার্লস ক্লাবের সাধারণ সম্পাদক আফরোজ মাহমুদ বন্যা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –