– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ময়েজউদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত করবে- প্রধানমন্ত্রী দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়, নদীবন্দরে সতর্কতা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলের মরদেহ

কুড়িগ্রামে জুয়া খেলার সময় গ্রেফতার ৪

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

 
কুড়িগ্রামে সদর উপজেলার পৌর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৪ জন জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

রবিবার ভোররাতে সদর থানার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকার ভেলাকোপা (বাহারের চর) থেকে একই এলাকার রুস্তম আলি (৫২), পরিমল হক (৪৫), রেজ্জাকুল (৩৫) ও আইনুল হক (৩২) নামের এ ৪ জুয়াড়িদেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ, মোবাইল ফোন উদ্ধারসহ জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলায় জুয়া নির্মূলে আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –