• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, জামায়াত-বিএনপির দোসররা ইসলামের কথা বলে তালিমের নামে গ্রামে গ্রামে মহিলাদের বিভ্রান্ত করছে। ধর্মকে ব্যবহার করে যারা সমাজে বিভ্রান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে।

শনিবার (২৭ মে) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রেলমন্ত্রী  বলেন, দেশ আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মা-বোনেরা তা বেশি উপলব্ধি করতে পারছেন। কিন্তু তাদেরকে কাজ করার সুযোগ করে দিতে হবে। তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে সবাই আমরা ব্যস্ত। আজকে গ্রামে-গঞ্জে কলেজ হয়েছে, স্কুল হয়েছে, মহিলা কলেজ ও স্কুল হয়েছে। নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যে পরিকল্পনাটা বঙ্গবন্ধু বাস্তবায়ন করে যেতে পারেননি, সেটা প্রধানমন্ত্রী করে যাচ্ছেন। 

দেবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশনারা চিশতির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম।

এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন আক্তার স্বপ্না ও সাবিরা শারমিন ডলি বক্তব্য দেন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –