• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

গাইবান্ধায় নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) ওয়াহেদুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিলন, ছাত্রদল নেতা আব্দুর রহিম বাদশা, ফুলছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আরজু, ছাত্রদল নেতা আমিনুল হোসেন নাজিম, আমির হোসেন, হুরমুজ আলী, এরেন্ডাবাড়ী ইউনিয়ন যুবদল আহ্বায়ক মশিউর রহমান, ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এসকে শামিম, সদস্য সজিব মিয়া, আতিক হোসেন, বিএনপি নেতা এখলাছুর রহমান, সাইদুর রহমান এবং সাদুল্যাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাছুম। গ্রেফতারকৃত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি (তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকার একটি হোটেলে বসে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। ওই সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত ২৩ মে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –