– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

সুন্দরগঞ্জ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে নিথর শিশু  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আল-মামুন নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর চেংমারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল-মামুন একই উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহেল রানার ছেলে। আল-মামুন চেংমারী গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল।

জানা যায়, শিশু আল-মামুন কয়েকদিন আগে তার মা আরিফা বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায়। শুক্রবার দুপুরে সবার অজান্তে সে হামাগুড়ি দিতে দিতে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুর থেকে আল-মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –