• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

সুন্দরগঞ্জ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে নিথর শিশু  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আল-মামুন নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর চেংমারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল-মামুন একই উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহেল রানার ছেলে। আল-মামুন চেংমারী গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল।

জানা যায়, শিশু আল-মামুন কয়েকদিন আগে তার মা আরিফা বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায়। শুক্রবার দুপুরে সবার অজান্তে সে হামাগুড়ি দিতে দিতে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুর থেকে আল-মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –