• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ২ ভুয়া পুলিশ জনতার হাতে ধরা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ডায়বেটিকস মোড় সংলগ্ন সুন্দরপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী আমিন মার্ডির বাড়িতে ডিবির পরিচয়ে অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মুন্না হাসান ও নুর মোহাম্মদ। তাদের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি থানায়।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, সুন্দরপুর গ্রামের আমিন মার্ডির বাড়িতে ভুয়া ডিবি পরিচয়ে ঐ ২ ব্যক্তি অভিযান চালায়। এ সময় তারা আমিন মার্ডির পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং মামলা থেকে বাঁচতে হলে টাকা দিতে হবে বলে হুমকি দিয়ে ১৮ হাজার টাকা নেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা আটক করে থানায় খবর দেন।

তিনি আরো জানান, ভুয়া ডিবিকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –