• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মায়ের সঙ্গে অভিমান, ১৮ দিন পর বাড়ি ফিরল শিশু কাওসার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩  

 
মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে প্রথমে যায় রেল স্টেশনে। পরে আন্তঃনগর ট্রেনে চড়ে অজানা গন্তব্যের উদ্দেশে যাত্রা। পরদিন ভোরে ট্রেন এসে থামে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে। এতক্ষণে নিজের অজান্তেই হারিয়ে যায় ওই শিশু। এরপর পার্বতীপুর পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে চান সাহায্য। যে যা দেয় তা খেয়ে চলে ১৮ দিনের এ জীবন।
বলছি,, জামালপুরের শরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শিশু কাওসারের (৯) কথা।

পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাফিজার রহমানের রাতভর প্রচেষ্টা শেষে নিখোঁজের ১৮ দিন পর শুক্রবার দুপুরে বড় ভাইয়ের মাধ্যমে মায়ের কোলে ফিরেছেন ওই শিশু।

ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর জনৈক ভ্যানচালক শিশু কাওসারকে নিয়ে তার রুমে আসেন। এ সময়, শিশু সে নিজের নাম ও স্থল ছাড়া পরিচয় কিছুই বলতে পারছিল না। একপর্যায়ে তার দেওয়া তথ্য ও ছবি তুলে পরিচয় জানতে চেয়ে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডি থেকে পোস্ট দেন তিনি।

রাতভর পরিচয় বের করার জন্য কাজে লাগান বিশ্ববিদ্যালয়ের কাছের বন্ধুদের। তাদের সহযোগিতায় গভীররাতে স্থল নামক ওই এলাকার সন্ধান পান তিনি। রাতেই নিখোঁজের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় ভিডিও কলের মাধ্যমে মা বিথি বেগমের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার মাধ্যমে কাওসারের সঠিক পরিচয় সনাক্ত করা হয়।

শুক্রবার দুপুরে বড় ভাই সুজল মিয়া থানায় এলে শিশু কাওসারকে পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশের এই কর্মকর্তা। এর মাধ্যমে তার মানবিকতার বহিঃপ্রকাশ ঘটে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –