• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

রংপুর সড়কে উন্নয়ন, ৪৩৪ কোটি টাকার কাজ সম্পন্ন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩  

 
রংপুর জোনে সড়ক উন্নয়নে চলতি অর্থবছরে ৪৩৪ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ (সওজ) রংপুরের সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়া। বৃহস্পতিবার দুপুরে রংপুর সড়ক ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে এ কথা জানান তিনি।

তিনি বলেন, সরকার উন্নয়নে বিশ্বাসী আর আমরা সরকারের উন্নয়নমূলক কাজগুলোর অংশীদার। দেশ এগিয়ে যাচ্ছে, আগের যে কোনো সময়ের চেয়ে এখন রংপুর বিভাগে সড়ক যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এখনো ছয়লেন, চারলেন মহাসড়কসহ বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।

সুরুজ মিয়া আরো বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে রংপুর জোনে সংশোধিত বরাদ্দ হয়েছে ১ হাজার ১৬ কোটি টাকা। এরমধ্যে ছাড়যোগ্য ৭৮২ কোটি টাকা থেকে ইতোমধ্যে ৪৩৪ কোটি টাকার কাজ করা হয়েছে। কাজের অগ্রগতি প্রায় ৫৫ ভাগ।

গণশুনানিতে বক্তব্য রাখেন, সওজ দিনাজপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম খান, বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুপ্তা চাকমা, তত্ত্বাবধায়ক প্রকোশলী (সড়ক সার্কেল রংপুর) আব্দুর রহিম, নির্বাহী প্রকৌশলী (বগুড়া) আসাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (কুড়িগ্রাম) নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (নীলফমারী) মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –