• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে বাজার নিয়ন্ত্রণে অভিযান, তিন দোকানির জরিমানা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

পঞ্চগড়ের বোদায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিন দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মার্চ) উপজেলার নগর কুমারি বাজারসহ বিভিন্ন বাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, দুপুরে বোদা বাজারের ফলের দোকান লিয়াকত স্টোরের মালিককে দুই হাজার, আকাশ মসলা স্টোরে এক হাজার ও মুনস্টার খাবার হোটেলে এক হাজার টাকা জরিমানা।

এছাড়া মঙ্গলবার আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার ও মির্জাপুর বাজারে বণিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে সচেতনতামূলক সভা করা হয়। এতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরশ চন্দ্র বর্মণ, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলে চন্দ্র ঘোষসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পরশ চন্দ্র বর্মণ বলেন, রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সচেতনতা সভা করা হয়। বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠন ছাড়াও স্কুল-কলেজে সচেতনতামূলক সভা হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –