• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

পঞ্চগড়ে বাজার নিয়ন্ত্রণে অভিযান, তিন দোকানির জরিমানা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

পঞ্চগড়ের বোদায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিন দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মার্চ) উপজেলার নগর কুমারি বাজারসহ বিভিন্ন বাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, দুপুরে বোদা বাজারের ফলের দোকান লিয়াকত স্টোরের মালিককে দুই হাজার, আকাশ মসলা স্টোরে এক হাজার ও মুনস্টার খাবার হোটেলে এক হাজার টাকা জরিমানা।

এছাড়া মঙ্গলবার আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার ও মির্জাপুর বাজারে বণিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে সচেতনতামূলক সভা করা হয়। এতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরশ চন্দ্র বর্মণ, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলে চন্দ্র ঘোষসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পরশ চন্দ্র বর্মণ বলেন, রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সচেতনতা সভা করা হয়। বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠন ছাড়াও স্কুল-কলেজে সচেতনতামূলক সভা হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –