• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

  • || ১৯ জ্বিলকদ ১৪৪৪

রংপুরে বঙ্গবন্ধুর স্মারক ভাস্কর্য উদ্বোধন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

 
রংপুরে উদ্বোধন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বারক ভাস্কর্য। মঙ্গলবার দুপুরে রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। 

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কলেজ অধ্যক্ষ রায়হান শরীফ, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট বানিউল আদম বাবুসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, মার্চ মাস বাঙালির জাতির জন্য ঘটনাবহুল মাস। এ মাসে বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালীর ওপর ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে। ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তাই এই মাসের তাৎপর্য শিক্ষার্থীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসে বঙ্গবন্ধুর স্বারক ভাস্কর্য স্কুলের প্রধান ফটকের কাছে স্থাপন করায় আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে লালন করে শিক্ষার্থীরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ তৈরি করবে। এরপর বঙ্গবন্ধুর স্বারক ভাস্কর্যে পুস্পার্ঘ্য অপর্ণ করেন জেলা প্রশাসক, লায়ন্স স্কুল এন্ড কলেজ ও লায়ন্স ক্লাবের কর্মকর্তারা। 
 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –