• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধে অভিযান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

দিনাজপুরে মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধ, মহাসড়কে চাঁদাবাজি প্রতিরোধ ও মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু করেছে দশমাইল হাইওয়ে থানা পুলিশ।

এসময় মহাসড়কে আইন অমান্যকারী যানবাহন আটক করে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে প্রতিটি গাড়িকে আড়াই হাজার টাকা করে জরিমানা আদায়সহ মামলা দেওয়া হয়। অভিযানের ফলে মহাসড়কে অটোরিকশা, ইজিবাইক, ট্রলি, নসিমন, ভটভটি ও সিএনজি চলাচল করতে দেখা যায়নি।

মঙ্গলবার সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ননী গোপাল বর্মনের নেতৃত্বে এসআই মো. সাইফুল ইসলাম, সার্জেন্ট বকুল রানী, এটিএসআই আব্দুর রশিদ ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালান।

এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ননী গোপাল বর্মন জানান, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, ট্রলি, নসিমন, ভটভটি, সিএনজি এবং থ্রি-হুইলার চলাচলের কারণে মহাসড়কে প্রায়শই যানজট সৃষ্টি হচ্ছে এবং নানা দুর্ঘটনা ঘটছে।

তিনি আরও জানান, দশমাইল হাইওয়ে থানার আওতাভুক্ত ৫১ কিলোমিটার মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, ট্রলি, নসিমন, ভটভটি, সিএনজি এবং থ্রি-হুইলার, হাইড্রোলিক হর্নের বাস ও ড্রামট্রাক কোনো অবস্থাতেই চলতে দেওয়া হবে না। এসব ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান করছি। পাশাপাশি মহাসড়কে চাঁদাবাজি এবং মাদক বিরোধী অভিযানও পরিচালনা করছি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –