• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

  • || ১৯ জ্বিলকদ ১৪৪৪

রংপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

রংপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। ‘সুস্থ্য শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে রংপুর সামাজিক বন বিভাগ কার্যালয়ে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সামাজিক বন বিভাগ রংপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ, রংপুর সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন।

 প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় সামাজিক বন বিভাগের আয়োজনে আলোচনা সভায় সামাজিক বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত বন বিভাগের উপকারভোগীরা অংশ নেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –