• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

সৈয়দপুরে বাবার কাটা গাছের ডালে প্রাণ গেল ছেলের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

নীলফামারীর সৈয়দপুরে বাবার কাটা গাছের ডাল পড়ে রহমত আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ)  দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু রহমত আলী ওই এলাকার জাহেনুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উঠানের একটি নিম গাছ কাটেন জাহেনুর আলী। সেটি ঘরের টিনের ওপর পড়ে। ডালটি দড়ি বেঁধে নামানোর সময় দরজায় খেলা করছিল শিশু রহমত আলী। আওয়াজ শুনে কৌতূহলে সে বাইরে বেরিয়ে আসে। এ সময় গাছের ডাল মাথায় পড়ে গুরুতর আহত হয় রহমত। দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রহমত।  

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গাছের ডাল পড়ে শিশু ছেলের মৃত্যু হয়েছে। মানবিক কারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –