• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৮ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে- প্রধানমন্ত্রী শিশুর শারীরিক, মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই- রাষ্ট্রপতি বেরোবিতে সেশনজট নিরসনে স্বস্তি মিলেছে শিক্ষার্থীদের ফাঁকা বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালালেন চাচা গাইবান্ধায় ভুট্টাক্ষেতে মিলল যুবকের লাশ

দিনাজপুরে ইয়াবাসহ কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

 
দিনাজপুরে শহরে ঘাসিপাড়ায় অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন ৪৬ বছর বয়সী রফিকুল ইসলাম। 

দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল রানা ও এএসআই সাদ্দাম ঘাসিপাড়া এলাকায় রফিকুলের বাসায় অভিযান পরিচালনা করেন। এসময় তাকে ইয়াবা সেবনরত পাওয়া যায় এবং ঘরে লুকিয়ে রাখা ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছিল।

এ বিষয়ে এসআই মোতাহার হোসেন আটক ব্যাবসায়ীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –