• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

‘যদি নিয়মিত ভাবে বই পড়, তবে অর্থের দিক দিয়ে নয় বরং জ্ঞানের প্রাচূর্যে হবে বড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) পৌর পাঠাগার এবং বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে পীরগঞ্জ পৌর পাঠাগার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর পাঠাগারের গ্রন্থাগারিক এবং বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘরের সভাপতি কবি আরফান আলী, প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন,  নাট্যকার গৌতম দাস বাবলু প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –