• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যবসায়ীর কারাদণ্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন মেয়াদে তিন বালু ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার করতোয়া নদীর বোয়ালিয়া হাওয়াখানা পয়েন্টে অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন।

দণ্ড প্রাপ্তরা হলেন- চন্ডিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জুয়েল মিয়া (৩৮), সাদেকুল ইসলামের ছেলে ইব্রাহীম (২২) ও লাল মিয়ার ছেলে মো. আসিফ মিয়া (২১)।

জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জুয়েল মিয়াকে তিনমাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন। এছাড়া ইব্রাহীম ও আসিফ মিয়াকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –