• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৭ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে- প্রধানমন্ত্রী শিশুর শারীরিক, মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই- রাষ্ট্রপতি বেরোবিতে সেশনজট নিরসনে স্বস্তি মিলেছে শিক্ষার্থীদের ফাঁকা বাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালালেন চাচা গাইবান্ধায় ভুট্টাক্ষেতে মিলল যুবকের লাশ

ঘোড়াঘাটে প্রাচীন শিলালিপি উদ্ধার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাচীনকালের একটি শিলালিপি উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলার কুচেরপাড়া গ্রাম থেকে এ শিলালিপি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের কবরস্থানের মাটি ভেকু দ্বারা সমান করতে গিয়ে ভেকু চালক প্রাচীনকালের শিলালিপিটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মফিজুল ইসলামকে অবগত করেন। পরে তিনি ঘোড়াঘাট পুলিশকে খবর দেন। পুলিশ শিলালিপিটি উদ্ধার করে থানায় নেয়।

এলাকাবাসীরা বলছেন, বহু বছর আগে এখানে জমিদারদের বাস ছিল। ধারণা করা হয় এটি কোন জমিদারের বা মহারাজাদের কবরের শিলালিপি। 

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের অনুমতি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –