• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

কিশোরগঞ্জে মাঘ মাসেই সুবাস ছড়াচ্ছে আমের মুকুল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩  

কিশোরগঞ্জে মাঘ মাসেই সুবাস ছড়াচ্ছে আমের মুকুল                          
নীলফামারীর কিশোরগঞ্জে মাঘ মাসেই আগাম সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। এ যেন মধু মাসের আগমনী বার্তা। শীত আর কুয়াশার রিক্ততা মুছে প্রকৃতিজুড়ে চলছে ঋতুরাজ বসন্তকে বরণ করার উৎসব। এমন সময় মুকুলের মৌ-মৌ গন্ধ, ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন মাতিয়ে তুলেছে প্রকৃতি। এতে মুগ্ধ এলাকাবাসীও।

কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের সোনাখালি গ্রামের অহিদুল ইসলাম বলেন, তার বাড়ির উঠোনে দেশীয় জাতে ২টি গাছে মুকুল এসেছে। বসতভিটার আনাচে-কানাচে, উঠোন বাড়িতে ছোট ছোট কিছু আম গাছ সবুজ পাতা ছাপিয়ে স্বর্ণালী রূপে মুকুলের পুষ্প মঞ্জুরীতে ছেঁয়ে গেছে। নির্ধারিত সময়ের একমাস আগে মাঘের শুরুতেই আবহাওয়াগত ও জাত ভেদের কারণে কিছু কিছু আম গাছে মুকুল দেখা দিয়েছে।

কিশোরগঞ্জ উপজেলার কৃষি অফিসার লোকমান আলম বলেন, এ এলাকায় কয়েক জায়গায় অল্প পরিসরে বাণিজ্যিকভাবে আমের চাষ শুরু হয়েছে। তবে বিভিন্ন গ্রামে বসতভিটার আনাচে-কানাচে, বাড়ির আঙিনায় আম চাষ বেশি হচ্ছে। এবার আবহাওয়া অনুকূল থাকায় আম গাছে আগাম মুকুল এসেছে। কুয়াশা থেকে গুটি রক্ষায় গাছ ও বাগান মালিকদের ছত্রাক নাশক প্রয়োগসহ নানা পরামর্শ প্রদান করা হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –