• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ঘোড়াঘাটে জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার     

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩  

অভিযান চালিয়ে জোড়া খুনের মামলার প্রধান আসামি আজহার আলী মন্ডলকে গ্রেফতার করেছেন  রংপুর র‌্যাব-১৩ এর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোরে আত্মগোপনে থাকা আজহারকে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।

তিনি জানান, বুধবার সকালে দিনাজপুর ঘোড়াঘাট খোদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মীম ও ভাতিজা রাকিব হোসেন মন্ডল জমিতে সেচ দিতে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে আজহারসহ তার অন্য সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালান। এতে গুরুতর আহত মীম ও রাকিবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মীমের বাবা হায়দার আলী বাদী হয়ে দিনাজপুর ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, জোড়া খুনের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মামলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আজহারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজহারকে ঘোড়াঘাট থানায় হস্তান্তরসহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –