• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ               
দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান এর ব্যক্তিগত উদ্যোগে দিনাজপুরের ১৩ উপজেলার ৬ শতাধিক মুক্তিযোদ্ধার পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে।
 
শনিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল মোড় এলাকায় ১৩ উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল তুলে দেন সাবেক ডিপুটি কমান্ডার সাইদুর রহমান। 

কম্বল বিতরনকালে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, আব্দুল ওয়াহেদ আলী, আনোয়ারুল কাদের জুয়েল প্রমুখ।

এছাড়াও হাকিমপুর উপজেলা থেকে লিয়াকত আলী, ফুলবাড়ী থেকে এসআর উদ্দিন, জনাব আলী, নবাবগঞ্জ থেকে হাসান আলী, বিরামপুর থেকে হবিবর রহমান, ঘোড়াঘাট থেকে জগদীশ চন্দ্র , পার্বতীপুর থেকে সিদ্দিক হোসেন, চিররবন্দর থেকে মমিনুল ইসলাম, বিরল থেকে আবুল কাসেম অরু, খানসামা থেকে মখলেসুর রহমান কাহারোল থেকে আব্দুস সালাম বীরগঞ্জ থেকে কালীপদ রায় এবং বোচাগঞ্জ থেকে বীরমুক্তিযোদ্ধা জাফরুল্লাহ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –