• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ                    
 ঠাকুরগাঁও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরণ করে নেওয়া হয়। গত মঙ্গলবার জেলা পরিষদের কার্যালয়ের গেটে চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশীসহ সদস্যদের ফুলের তোরা দিয়ে বরণ করেন নেন কর্মকর্তা-কর্মচারীগণ। 

পরে সেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন নব-নির্বাচিত পরিষদ। পরে জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় নব-নির্বাচিত কমিটির প্রথম সভা।

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিথি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম জাহিদ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন, নির্বাহী কর্মকর্তা এম.এম মহিউদ্দিন কবীর মাহিন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: আখতারুল ইসলাম, রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, রানীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল আলম মুকুল, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর, মো: সফিকুল ইসলাম, মো: মোস্তাফিজুর রহমান, আব্দুল বাতিন স্বপন, আনিসুজ্জামান শান্ত, আফসানা আখতার, মোছা: সাবিনা ইয়াসমীন রিপা, জেলা পরিষদের হিসাব রক্ষক দিলীপ কুমার রায় প্রমুখ। 

এ সময় জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –