• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

করতোয়ায় নৌকাডুবি: ৪ দিন পর মিলল নিখোঁজ হিমালয়ের লাশ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  

পঞ্চগড়ের বোদা উপজেলায় নববধূ নিয়ে মহালয়া দেখতে গিয়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হিমালয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বিকেলে আউলিয়া ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হিমালয় পজেলার ময়দানদীঘি খালপাড়া গ্রামে বীরেন্দ্র নাথ রায়ের ছেলে হিমালয়। তিনি দেড় মাস আগে বিয়ে করেছিলেন।

জানা গেছে, হিমালয় তার স্ত্রী বন্যাকে নিয়ে গত রোববার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউপির করতোয়ার পূর্বপাড়ে বোদেশ্বরী মন্দিরে মহালয়া দেখতে নৌকায় উঠেছিলেন। তখন অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। পরে উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজের কাপড় খুলে প্রাণে বাঁচেন বন্যা। কিন্তু ধরে রাখতে পারেননি স্বামী হিমালয়কে। এ ঘটনার চার দিন পর মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

রোববার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউপির আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের দেওয়া তালিকা অনুসারে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। মৃতদের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারীর দুজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, দেবীগঞ্জের ১৮ জন ও পঞ্চগড় সদরের একজন রয়েছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ৩০ জন নারী ও বাকি ২১ জন শিশু।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –