• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি নিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা ৮দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সকালে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দরে ভারত থেকে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এছাড়া বন্দর অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ থাকবে।

৮ অক্টোবর পুনরায় বন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

তিনি আরো বলেন, তবে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন খোলা থাকবে। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে সব প্রকার পাসপোর্ট যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –