• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বোদা উপজেলায় নৌকাডুবিতে প্রাণহানিতে চীনা দূতাবাসের শোক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

বোদা উপজেলায় নৌকাডুবিতে প্রাণহানিতে চীনা দূতাবাসের শোক              
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকায় চীনের দূতাবাস।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক বার্তায় দূতাবাস এ শোক জানায়।

শোকবার্তায় বলা হয়, পঞ্চগড়ে রোববারের নৌকাডুবিতে হতাহতের ঘটনায় চীন দূতাবাস স্তম্ভিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোকাহত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।

গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে যাওয়ার সময় হিন্দু পুণ্যার্থীদের বহনকারী এক নৌকা ডুবে যায়। এতে এখন পর্যন্ত ৬৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নৌকাটি দেড় শতাধিক সনাতন ধর্মাবলম্বী ছিলেন। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি করতোয়া নদীর আওলিয়াঘাট এলাকায় ডুবে যায় বলে জানা গেছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –