• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে জুয়া খেলার সময় বিএনপি নেতাসহ আটক ৯

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় জুয়া খেলার সময় বিএনপি নেতাসহ নয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ২৯ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।

রোববার সকালে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই আদর্শ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হাকিমপুর উপজেলার ইটাই আদর্শ গ্রামের আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক এনাম ও সোবহান মন্ডল, একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আব্দুর রশিদ, নুরুল ইসলামের ছেলে সাদেক আলী, চান মিয়ার ছেলে ফরহাদুল ইসলাম ফরহাদ, আবুল কালাম আজাদের ছেলে শাহাদাত হোসেন, পার্শ্ববর্তী মহেশপুর গ্রামের আসমান আলীর ছেলে ফারুক হোসেন, রিকারী গ্রামের আমেদ আলীর ছেলে গোলাম মোস্তফা এবং আবু তাহের মন্ডলের ছেলে মাহাতাব হোসেন।

আটককৃতদের মধ্যে গোলাম মোস্তফা হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আদর্শ গ্রামে জুয়ার আসর থেকে নয় জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ২৯ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –