• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

১ মাস পর কবর থেকে তোলা হালো শিশুর লাশ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২  

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় স্বামী রুবেল সর্দারের বিরুদ্ধে নিজ সন্তানকে হত্যা করে বাড়ির পাশে ডোবায় ফেলে রাখার অভিযোগ করেছেন তার স্ত্রী হোসনে মমতা তিথি। এ ঘটনায় একমাস পর কবর থেকে শিশু হাছিম সর্দারের লাশ তোলা হয়।

শনিবার দুপুরে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১২ জুলাই ঐ গ্রামের রুবেল সর্দারের ছেলে হাছিমের লাশ বাড়ির পাশের একটি ডোবায় পাওয়া যায়। রুবেল সর্দার প্রচার করেন তার ছেলে পানিতে ডুবে মারা গেছে। এরপর ঐ শিশুর লাশ দাফন করা হয়। কিন্তু ঐ শিশুর মা হোসনে মমতা তিথি কিছুতেই এ ঘটনা বিশ্বাস করতে পারেননি। এ ঘটনায় হোসনে মমতা তিথি বাদী হয়ে গত ১৮ জুলাই স্বামীসহ শ্বশুর বাড়ির আট জনের বিরুদ্ধে সাদুল্যাপুর আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সেরাজুল হক জানান, আদালতের নির্দেশে কবর থেকে ঐ শিশুর লাশ তোলা হয়েছে। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, লাশ উত্তোলনের পর সুরুতহাল রিপোর্ট তৈরি করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফরেনসিক রির্পোট সন্দেহজনক হওয়ায় তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –