• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ সেবা সপ্তাহ চালু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ সেবা সপ্তাহ চালু                    
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস। ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত এ সেবা সপ্তাহ।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা গৃহবধূ আলেয়া বেগম বলেন, হাকিমপুর হাসপাতালে ফ্রী-তে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ পরীক্ষা এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমার মতো সাধারণ রোগীদের জন্য সুবিধা এবং আমরা খুব খুশি। পরীক্ষা নিরীক্ষা শেষে রোগীকে একটি কার্ড দেওয়া হচ্ছে সেখানে রোগীর ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ এর সকল তথ্য দেওয়া আছে। মঙ্গলবার হাসপাতালে ফ্রী-তে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করলাম এবং চিকিৎসা সেবা গ্রহণ করলাম। 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বলেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ হিসেবে ফ্রী-তে আমাদের বর্হিঃবিভাগে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ পরীক্ষা এবং রোগীদের চিকিৎসা সেবা চলছে। সেই সাথে রোগীদের একটা কার্ড দেওয়া হচ্ছে সেখানে রোগীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এর সকল তথ্য দেওয়া থাকবে। এছাড়াও আগামী ১৫ আগস্ট শুধু ওইদিন স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিটি রোগীর জন্য টিকিট ফ্রী এবং যেসব পরীক্ষা নিরীক্ষা করবে সব কিছু ফ্রী এবং শিশুদের জন্য ফ্রীতে বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –