• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ধর্ষণ মামলায় ১৫ বছর পর তিনজনের যাবজ্জীবন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

রংপুরে একটি ধর্ষণ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- প্রধান আসামি নগরীর কেডিসি রোডের আব্দুস ছাত্তারের ছেলে বাবু মিয়া, এরশাদ নগর এলাকার আব্দুল জলিলের ছেলে আসাদুল ইসলাম ও আউয়াল মিয়ার ছেলে রঞ্জু মিয়া। তাদীর মধ্যে বাবু মিয়া পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ মে নগরীর তাজহাট টিবি হাসপাতাল সংলগ্ন বস্তি থেকে এক কিশোরী মর্ডান মোড়ে যাচ্ছিলেন। ঐ সময় বাবু মিয়া ও তার সহযোগীরা তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঐ ঘটনায় বাবুকে মিয়াকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার কিশোরী। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রোববার সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন বলে জানিয়েছেন আদালতের পিপি রফিক হাসনাইন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –