• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে পুলিশের অভিযানে ড্রেজার মেশিনসহ বিভিন্ন উপকরণ জব্দ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২২  

পঞ্চগড় সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অমরখানা ইউনিয়নের উত্তর তালমা আদর্শ গ্রাম এলাকা থেকে ড্রেজার মেশিনসহ অবৈধভাবে পাথর উত্তোলনের বিভিন্ন উপকরণ জব্দ করেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি  বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি স্যালো মেশিন, ২টি পাম্প, একটি ভেকু ও ৪টি ট্রাক্টর জব্দ করেছে।

পুলিশ জানায়, তালমা আদর্শ গ্রামের কদম আলীর জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে রাতের আধারে পাথর উত্তোলন করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জমির মালিকসহ ৬/৭ জন পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় ছয়জনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার মো. কাইয়ুম আলী জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত করা হয়েছে। মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –