• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সাদুল্লাপুরে জনশুমারি ও গৃহগণনা সভা অনুষ্ঠিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মে ২০২২  

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৩ মে) উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকতা ও জেলা শুমারী সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফী, মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনিরা সুমি, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, থানার উপপুলিশ পরিদর্শক জুয়েল মিয়া, ইউপি চেয়ারম্যান গফুর আলী, শফিকুল কবির মিন্টু, মাহফুজার রহমান মাফু, শাহিন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ১৫-২১ জুন পর্যন্ত জনশুমারি ও গৃহগণনার কাজ করার জন্য ইতোমধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এই কাজটি সম্পাদন করবেন। এ সময় প্রতিটি খানা ও খানার সদস্য গণনা এবং বসতঘর বা গৃহের সংখ্যাসহ আরও অন্যান্য বিষয়ে নিরূপণ করা হবে। এর আগে ওইসব সুপারভাইজার-তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করা হবে। 

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপির জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –