• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে ৪০ এতিম কন্যার যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠান শুক্রবার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মে ২০২২  

দিনাজপুরে আগামী শুক্রবার (২৭ মে) একসঙ্গে ৪০ জন এতিম মেয়ের একসঙ্গে যৌতুকবিহীন বিবাহত্তোর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে। লায়ন্স ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের স্থায়ী প্রকল্প শিশু নিকেতন (এতিমখানা)'র ৪০ জন নিবাসী মেয়ের একসঙ্গে বিবাহোত্তর বিদায় অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী শুক্রবার দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারে এ গণবিয়ের বিদায়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতিম মেয়েদের বিবাহত্তোর বিদায় অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। এছাড়াও তিনি জানান, দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট (অনুদান) প্রাপ্ত শিশু নিকেতন হোম (এতিমখানা) এর আগে ২০১৮ সালে ২০ জন নিবাসী কন্যার বিবাহোত্তর বিদায় অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের সচেতন মহল এ মহতি আয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত দিনাজপুর শিশু নিকেতন এ পর্যন্ত ৩ শতাধিক এতিম মেয়েকে যৌতুক বিহীন বিয়ে দিয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –