• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২২  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা শুভ উদ্বোধন করা হয়ছে। 

উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে আজ সোমবার (২৩ মে) বিকালে শেখ রাসেল মিনি স্টুডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। 

বিশেষ অতিথি মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, পৌর কাউন্সিলর ইসাহাক আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মেদ, সাবেক অধ্যাপক আনেয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনায় করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক। উদ্বোধন খেলায় অংশ নেন নেকমরদ ইউনিয়নের সঙ্গে পৌরসভা এবং ধর্মগড় ইউনিয়ানের সাথে নন্দুয়ার ইউনিয়ন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –