• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২২  

পঞ্চগড়ে সাপের কামড়ে নুর ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্তবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নুর ইসলাম ওই ইউনিয়নের বড়কামাত এলাকার রফিক ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে নুর ইসলাম সীমান্তবাড়ি এলাকায় একটি বাড়িতে গিয়ে লোকজনকে ডেকে বলে আমাকে সাপে কামর দিয়েছে। একথা বলার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাকিব উল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু জানান, জমির আল দিয়ে সাইকেল চালিয়ে খেতে যাবার সময় তাকে বিষধর সাপে কামড়ায়। পরে সাইকেল রেখে সে দ্রুত পাশেই একটি বাড়িতে এসে ঘটনাটি জানানোর পরমুহূর্তেই অজ্ঞান হয়ে যায়। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –