• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পাহাড়ি ঢলে তিস্তা নদীতে পানি বাড়তে শুরু করেছে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২২  

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীতে পানি বাড়তে শুরু করেছে। মঙ্গলবার রাত থেকে পানি বাড়তে থাকায় বুধবার দুপুর পর্যন্ত পানি বিপদসীমার এক মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে রংপুর পানি উন্নয়ন বোর্ড।

পানি বাড়ায় নদীতীরবর্তী চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে করে চরাঞ্চলসহ নিচু এলাকার বাদাম ও ভুট্টাক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানি বাড়তে থাকলে নদী এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউপির ইচলি, বিনবিনা, বাগেরহাট এবং লক্ষিটারী ইউপির বেশ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে। বাড়িঘর রক্ষায় ইচলির চরে স্বেচ্ছায় নির্মিত বাঁধ হুমকির মুখে পড়েছে। এতে শঙ্কায় রাত কাটছে এলাকার লোকজনের। বুধবার সকালে মহিপুর এলাকায় গিয়ে দেখা গেছে চারদিকে নদীর পাশের চরগুলোতে উঠেছে পানি।

ইচলি চরের বাসিন্দা আব্দুল খালেক বলেন, সোমবার রাতে পানি বেড়েছিল, কিন্তু পরদিন সকালে কিছুটা কমেছে। মঙ্গলবার রাত থেকে পানি বেড়েছে। মাটি ও বালা দিয়ে বাঁধ দিয়েছি, তবে পানির তীব্র স্রোতে সেটি টিকবে না, ভেঙে যাবে। 

তবারক আলী জানান, নদীর পাড়ের জমিগুলোতে পানি বেড়েছে। এভাবে পানি বাড়লে বেশিক্ষণ লাগবে না ঘরে পানি উঠতে।

বাগেরহাট এলাকার নজরুল জানান, জমিবর্গা নিয়ে বাদামের চাষ করেছিলাম। ক্ষেতে পানি উঠেছে। পানি না নামলে বাদাম লাল হয়ে যাবে। পানি বাড়লে অপরিপক্ব বাদামই তুলে নিতে হবে।

কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানান, নদীতে পানি বাড়ছে। বিশেষ করে ইচলির বাঁধটি হুমকিতে আছে। পানি উন্নয়ন বোর্ড দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসীর অনেক ক্ষতি হবে। 

লক্ষিটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী জানান, নদীতে পানি বাড়ছে, বিনবিনিয়া এলাকায়ও পানি বাড়ছে। আমরা সব সময় সতর্ক আছি।

রংপুর পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, নদীতে পানি বাড়ছে, তবে এখনও ভয়াবহ পরিস্থিতি দেখা দেয়নি। পানি বিপজ্জনক অবস্থার এক মিটার নিচে আছে। অর্থাৎ ৫১ দশমিক অবস্থায় আছে। ৫২ দশমিক হলে আমরা সেটি বিপদসীমার ওপরে ধরি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –