• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

রংপুরে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২২  

রংপুরে চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা খাদ্য গুদামে এ অভিযান উদ্ধোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু।

তিনি বলেন, এবার রংপুর জেলার ৮টি উপজেলায় চুক্তিবদ্ধ ৭৫৩ জন মিল মালিকের মাধ্যমে ৩৩ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ মেট্রিক টন। চালের মূল্য ধরা হয়েছে ৪০ টাকা আর ধানের মূল্য ধরা হয়েছে ২৭ টাকা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।

এ সময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল উদ্দিন খান, রংপুর জেলা মিল মালিক সমিতির সভাপতি অহাসান আলী, সাধারণ সম্পাদক সামছুল আলম বাবু সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –