• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বন্যার কারণে সিলেটে পেছাল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২২  

বন্যা পরিস্থিতির কারণে সিলেটে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (দ্বিতীয় ধাপ) পেছানো হয়েছে। এ পরীক্ষা তৃতীয় ধাপের সঙ্গে আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। তবে বাকি জেলাগুলোতে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে।

বুধবার (১৮ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী অংশ নেবেন।

এর আগে প্রথম ধাপের পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। আগামী ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –