• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিরলে একদিনের ভারি বর্ষণে পানির নিচে বোরো ধান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২২  

একদিনের ভারি বর্ষণে দিনাজপুরের বিরলের নিচু ও নদীর তীরবর্তী এলাকাগুলোতে উঠতি বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এনিয়ে বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তবে যে সকল ধান পানিতে তলিয়ে গেছে পানি নেমে গেলে সে সকল ধানের ক্ষতি তেমন হবে না বলে জানান উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম।

বিরল উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গত ২ সপ্তাহ আগে ঝড়ো হাওয়ায় হেলে পড়া এবং শুক্রবার হঠাৎ ভারি বর্ষণে প্রায় ৫ হেক্টর জমির ব্রী-২৮ জাতের ধান নিমজ্জিত হয়েছে। 

বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম জানান, এবার ইরি-বোরো মৌসুমে উপজেলায় ১৩ হাজার ৬ হাজার ২৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এরমধ্যে গত ২ সপ্তাহ আগে ঝড়ো হাওয়ায় প্রায় ৫ হেক্টর জমিতে থাকা ব্রী-২৮ জাতের ধান হেলে পড়ে। হঠাৎ ভারি বর্ষণে ঐ ধানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যে সকল ধান পানিতে তলিয়ে গেছে পানি নেমে গেলে সে সকল ধানের ক্ষতি তেমন হবে না বলে জানান তিনি। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –