• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

চিরিরবন্দরে দেয়াল চাপায় প্রাণ গেলো গৃহবধূর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২২  

দিনাজপুরের চিরিরবন্দরে বৃষ্টিতে ভেজা দেয়াল ভেঙে চাপা পড়ে সামসুন নাহার (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৬টার সময় চিরিরবন্দও উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের জযপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামসুন নাহার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের জযপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

ভিয়াইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডেও মেম্বার মিজানুর রহমান জানান, প্রতিদিনের মতো গৃহবধূ সামসুন নাহার সকালে ঘুম থেক উঠে বাড়ির গৃহস্তালির কাজ করছিলেন।

সকাল ৬টার সময় থালা-বাসন পরিষ্কারের জন্য টিউবওয়েলের পাড়ে যান। এসময় পাশে থাকা বৃষ্টিতে ভেজা মাটির দেয়াল তার ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –