• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।

তিনি বলেন, ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি ওই দেশে সরকারি ছুটি ঘোষণা করেন। ফলে এক দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে। সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক দিন বন্ধের পর বন্দরে পণ্য আমদানি-রপ্তানি আবারও শুরু হয়েছে। বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম দেশীয় ট্রাকে পণ্য লোড-আনলোড স্বাভাবিক রয়েছে।

এদিকে, হিলি ইমিগ্রেশন (ওসি) সেকেন্দার আলী বলেন, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া পাসপোর্টধারী যাত্রী দেশে ফেরত আসা স্বাভাবিক রয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –