• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

গরু চুরির মামলায় জেল খেটে এবার প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২  

খাবারের লোভ দেখিয়ে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ধর্ষণের পরে কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন ওই অভিযুক্ত। তবে শিশুটি রাতে অসুস্থ হয়ে পড়ায় জেনে যায় বাড়ির সকলে। ধর্ষণের বিচারের জন্য থানায় মামলা করতে চাইলেই নানা হুমকি পেতে হয় অসহায় পরিবারটিকে। স্থানীয়রা বলছে, ওই ধর্ষকের উপযুক্ত বিচার না হলে দিনদিন বাড়বে ধর্ষণের সংখ্যা।

জানা গেছে, নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুইচগেট খলিছাপাচা এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম। এর আগেও গরু চুরি মামলায় জেল খেটেছিল। চুরি মামলার গন্ধ না যেতেই এবার উঠেছে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ। গত বুধবার সন্ধ্যায় প্রতিবন্ধী শিশুটি টয়লেট যায়, টয়লেট বের হতেই ডাকেন খাবার দেয়ার কথা বলে, ডাক না শুনলে জোর করে মুখ চেপে ধরে নিয়ে একটি ঘরে। এরপর ধর্ষণ করে। কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন জাহিদুল। ভয়ে কাউকে না বলতে চাইলেও রাতে শরীর ব্যথায় কাতরাচ্ছিল ভুক্তভোগী শিশুটি। সে সময়ে ধর্ষণের ঘটনা জানতে পারে পরিবারের লোকজন। ধর্ষণের বিচারের দাবিতে থানায় মামলা করতে চাইলে অভিযুক্ত নানান ভয়-ভীতি দেখিয়ে থামিয়ে রাখে অসহায় পরিবারটিকে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে লজ্জায় একঘরে হয়ে পড়ে আছে ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী শিশুটি বলেন, আমি টয়লেটে গিয়েছিলাম। ওদিকে একটু অন্ধকার ছিল। টয়লেট থেকে বের হয়ে বাড়িতে যাচ্ছি। এমন সময় জাহিদুল এসে আমাকে বলে চলো তোমার জন্য অনেক খাবার এনেছি, চলো খাবে। আমি যেতে না চাইলে আমাকে জোর করে মুখ চেপে ধরে বাঁশঝারের পাশে একটি ঘরে নিয়ে যায়। তারপর আমার সর্বনাশ করে। আমি চিৎকারের চেষ্টা করছিলাম, কিন্তু আমার মুখ চিপে ধরেছিল। এজন্য কেউ শুনতে পায়নি। কিন্তু আমাকে বলছে আমি যদি কাউকে বলি, তাহলে আমার বাবা-মাকে মেরে ফেলবে। এজন্য বাড়িতে এসে কাউকে বলি নাই। কিন্তু রাতে শরীরটা খুব ব্যথা করছিল। তখন সবাই আমার কাছে জানতে চায় কি হয়েছে? তখন আমি বলছি জাহিদুল আমার সর্বনাশ করেছে।

প্রতিবেশী মাহমুদা আক্তার বলেন, কিছুদিন আগে গরু চুরি করে জেল খেটেছিল জাহিদুল। এবার প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেছে। এই ধর্ষকের যদি বিচার না হয়, তাহলে সে আমাদেরও ক্ষতি করতে পারে। আমরা এই ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছি।

৬০ বছর বয়সী প্রতিবেশী কসিম উদ্দিন বলেন, একটা প্রতিবন্ধী মেয়েকে যে ব্যক্তি ধর্ষণ করতে পারে। এর উপযুক্ত বিচার না হলে দিনদিন বাড়বে অপরাধের সংখ্যা। এই কিছুদিন আগে সে গরু চুরির জন্য জেল খাটল। তার অন্তরে তো কোন ভয় নাই। সে আবার অসহায়টি পরিবারটিকে নানান ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা এলাকাবাসীরা প্রশাসনের কাছে ধর্ষণের উপযুক্ত বিচার দাবি করছি।

শিশুটির বাবা বলেন, আমরা জানার পরে থানায় মামলা করতে যাব। এ অবস্থায় জাহিদুল আমাদের বাড়িতে এসে নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে গেছে। আমরা কি এই অসহায় শিশুটির ধর্ষণের বিচার পাব না। এলাকার লোকজনের কথায় লজ্জায় বাইরে বের হতে পারছি না। আমি প্রশাসন ও সরকারের কাছে ওই ধর্ষকের উপযুক্ত বিচার দাবি করছি।

৯নং ওয়ার্ডের মেম্বার আলিয়ার বলেন, আমি ধর্ষণের ঘটনাটি জেনেছি। তবে অনেকেই মীমাংসার জন্য বলেছিল। কিন্তু আমি বলছি, এই ধরনের ঘটনার মীমাংসা হয় না। ভুক্তভোগী পরিবারটিকে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শও দিয়েছি। ধর্ষক যে হউক না কেনো তার বিচার হওয়া দরকার।

পশাবাড়ী ইউপি চেয়াম্যান ইব্রাহিম তালুকদার বলেন, ধর্ষণের কোন মীমাংসা নাই। ধর্ষকের বিষয়ে কোনো ছাড় নয়। যে কোন প্রভাবশালী হোক না কেন বিচার না হলে সমাজে দিনদিন বাড়বে ধর্ষণের সংখ্যা। আমরা চাই, এই ধর্ষকের বিচার করা হউক। তবে আমি জানতে পেরেছি কিছু অসাধু মহল ঘটনাটির মীমাংসা করতে চাচ্ছে। আমি তাদের থানায় মামলা দেয়ার জন্য অবগত করেছি।

মুঠোফোনে অভিযুক্ত জাহিদুল ইসলামের সাথে কথা হলে ধর্ষণের ঘটনা স্বীকার করে বলেন, আমরা এটা মীমাংসা করব। আর এটা নিয়ে বাড়াবাড়ি করে কোন লাভ হবে না। আমি তার পরিবারের সাথে কথা বলেছি। তারা মীমাংসা করবে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপকে কল দিলেও কল রিসিভ করেননি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –