• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মধ্যরাতে রমেক হাসপাতালে অগ্নিকান্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২  

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সপ্তাহ দুয়েক আগেও মেডিকেলের তৃতীয় তলায় আগুন লাগে। এতে বেশকিছু মালামাল ভস্মীভূত হয়। গতকাল শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মেডিকেল সংশ্লিষ্টরা জানান, আগুন ধরার পর পরই দ্রুত বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে দেয়া হয়। ফলে আগুন ছড়াতে পারেনি। তবে এ সময় হাসপাতাল জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। কিছু লোকজনকে  দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম থেকে জানা গেছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লাগার খবর পেয়ে রংপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কয়েক মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –